সন্তোষ পালঃ
আজ গোপাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠযাত্রা। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এবং সত্যানন্দ ইনস্টিটিউশন এর ব্যবস্থাপনায় আজ ১ নভেম্বর শ্রী কৃষ্ণের গোষ্ঠ উৎসব উপলক্ষ্যে দুবরাজপুর গোশালায় শ্রী শ্রী রাজরাজেশ্বরী মন্দিরে শ্রীশ্রী মহাপ্রভু, শ্রী শ্রী গোপালজি ও শ্রীরাধারানীর আগমন, বিশেষ পূজা পাঠ ও মহোৎসবের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই হরিনাম সংকীর্তন পুজো-পাঠ চলে মন্দিরে। উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে শীর্ষ সেবক তথা সত্যানন্দ ইনষ্টিটিউশনের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, স্বামী মহাদ্রুপানন্দ, রাজু মহারাজ, পন্ডিতপুর কালিবাড়ি শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের স্বামী সদাত্মানন্দ মহারাজ, ইনস্টিটিউশনের অধ্যক্ষ দীপক পৈতণ্ডী সহ বহু ভক্ত। এদিন দুপুরে ভক্ত সেবার আয়োজন করা হয়, পাঁচ হাজারের বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন। বিকেলে দুবরাজপুর মহাপ্রভু মন্দির থেকে মহাপ্রভুকে মহাসমারোহে আনা হয় গোশালায়। চলে অখণ্ড হরিনাম সংকীর্তন। সন্ধায় আরতির পর বসে বাউল গান। পাশাপাশি শ্রী কৃষ্ণের গোষ্ঠ উৎসব উপলক্ষে ছোট্ট একটি মেলা বসে। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা বিদ্যালয়ের সম্পাদক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান অন্যান্য বারের মতো এবারও শ্রী কৃষ্ণের গোষ্ঠ উৎসব উপলক্ষ্যে শ্রীকৃষ্ণের পুজো, গো মাতাদের পুজো, ভক্ত সেবা, মহাপ্রভুকে আনয়ন, সন্ধ্যারতি ও তারপর বাউল গানের আয়োজন করা হয়েছে।