ডেউচা পাঁচামি খনি এলাকা সম্পর্কিত বিষয়ে জেলা শাসককে স্মারকলিপি প্রদান

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলার ডেউচা পাঁচামি এলাকায় সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা না করে সরকার দ্রুততার সাথে খনির কাজ শুরু করছে। জমির পাট্টা বা কোন সত্ব না থাকায় বসবাস রত ভূমিহীন পরিবার গুলির অবস্থা সঙ্গীন হতে চলেছে।এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে এবং প্রতিকারের দাবিতে মঙ্গলবার এস‌ইউসিআই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে এক প্রতিনিধি দল ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে জেলাশাসকের নিকট। এদিনের ১০ দফা দাবির মধ্যে ছিল খোলা মুখ খনির পরিবর্তে আন্ডারগ্রাউন্ড খনির ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত পরিবার বা জমিহারাদের উপযুক্ত ক্ষতি পূরনের ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেকের জন্য শুধু জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ না, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির বন্দোবস্ত করা, ইত্যাদি দাবিতে সিউড়ি জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পরে এক প্রতিনিধি দল গিয়ে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন জেলাশাসকের দপ্তরে। উপস্থিত ছিলেন এস ইউসিআই কমিউনিস্ট পার্টির বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *