মেহের সেখঃ
‘অন্তর্মুখ’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ খোকন কুমার বাগের স্মরণে বর্ধমানের আফতাব এ্যভেনিউ-এ ABTA-এর হলঘরে প্রয়াত অধ্যাপক ডঃ খোকন কুমার বাগের স্ত্রী তথা ‘অন্তর্মুখ’ পত্রিকার বর্তমান সম্পাদিকা শম্পা সামন্ত বাগের উদ্যোগে ২ নভেম্বর বুধবার বৈকাল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত একটি সাহিত্য সভার আয়োজন করা হয়। উক্ত সাহিত্য সভায় উপস্থিত ছিলেন শিক্ষক ও সঙ্গীত শিল্পী মানব বন্দ্যোপাধ্যায়, শিক্ষক শশধর মিস্ত্রী, সাহিত্য কর্মী বাসুদেব মণ্ডল, সুকান্ত দে, বিকাস বিশ্বাস, লক্ষণ দাস ঠাকুর, রানা সেনগুপ্ত, তারা সরকার, রূদ্রপ্রসাদ ব্যানার্জি প্রমুখ। এদিনের সাহিত্য সভায় প্রয়াত অধ্যাপক ডঃ খোকন কুমার বাগকে স্মরণ করে সকলে গান, কবিতা, আবৃত্তি, বক্তৃতা পরিবেশন করেন। এদিনের সাহিত্য সভা থেকে প্রয়াত অধ্যাপক ডঃ খোকন কুমার বাগের বহুমুখী প্রতিভার কথা যেমন উঠে এসেছে তেমনি তাঁর সম্পাদিত ‘অন্তর্মুখ’ পত্রিকাকে কীভাবে আরো বেশী সংখ্যক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সে নিয়েও আলোচনা করা হয়।