তীর্থকুমার পৈতণ্ডীঃ
উদ্বোধনের অপেক্ষায় মহঃবাজারের বৈদ্যনাথপুর নর্মদেশ্বর শিবমন্দির। আগামী ২০ কার্ত্তিক রাসপূর্ণিমার পুন্য তিথিতে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা, পুজোপাঠ, হোম, ভোগ আরতি এবং দরিদ্র নারায়ণের সেবার আয়োজন করা হয়েছে। ময়ূরাক্ষী নদী থেকে ১০৮ ঘড়া এবং ততোধিক পূর্ণ কলস জল এনে ধোওয়া হবে মন্দির। উদয়াস্ত হরিনাম এবং চন্ডিপাঠ, শিব-স্তোত্র পাঠ হবে। পুজোপাঠে অংশ নেবে এলাকার নয়জন বিশিষ্ট ব্রাহ্মণ পুরোহীত। বৈদ্যনাথপুর শ্রী দুর্গা সংঘের উদ্যোগে এবং ভক্তজনের আর্থিক সহযোগীতায় তৈরী হয়েছে এই নয়নাভিরাম সুদৃশ্য মন্দির। উদ্যোক্তাগণের অন্যতম মৃম্ময় সিংহ জানালেন, এখনো পর্যন্ত সাত লক্ষ টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনের খরচ হবে আরো এক লক্ষ টাকা। এতদ অঞ্চলের বিরল এই শিবলিঙ্গ আনা হয়েছে নর্মদা থেকে। শ্রী দুর্গা সংঘের সম্পাদক প্রভাত সিংহ জানালেন, দুর্গা মন্দিরের পাশে একটা শিবমন্দির করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। সকলের সহযোগিতায় আজ সেই ইচ্ছা পূর্ণতা পেল। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সবাই আসুন এটাই তাদের কামনা। উল্লেখ্য, পঞ্চপান্ডব পদধূলি ধন্য রাজপুত প্রধান গ্রাম বৈদ্যনাথপুর শক্ত শৈব এবং বিষ্ণুর মিলন ভূমি।