শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তারাপীঠ বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র। তামাম ভারতবাসীর কাছে সিদ্ধপীঠ রূপে চিহ্নিত। এই মা তারা কখনো বা কৌশিকী কখনো বা দুর্গা, কখনো বা শ্যামা কালী কখনো বা বিদ্যার অধিষ্ঠাত্রীদেবী নীল সরস্বতী রূপে পূজিতা হন। তারাপীঠের তারা মা আজ অন্য রূপে অন্য সাজে। আজ মাতারা জগদ্ধাত্রী রূপে পূজিতা হন। বছরের এই একটি দিনেই জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিতে মা তারাকে ডাকের সাজে সাজানো হয়। শোলার মুকুট, বিবিধ স্বর্ণালংকার,বেনারসি শাড়িতে সাজানো মায়ের আজ অন্য এক মনমোহিনী রূপ। প্রতিদিনের মতো নিত্যপূজা, সন্ধ্যা-আরতি। বিকেল থেকেই মায়ের বিশেষ পূজা অর্চনা শুরু হয়েছে। সন্ধ্যার পর শুরু হয় ছাগবলী। রাত্রিতে ভক্তদের মধ্যে খিচুড়ি ভোগের প্রসাদ বিতরণ করা হয়। মায়ের এমন রূপ দর্শনে সকাল থেকে তেমন ভিড় না থাকলেও সন্ধ্যায় বহু ভক্ত-পুণ্যার্থী ভিড় জমেছে। রাতে তারাপীঠ সেজে উঠেছে রঙ-বেরঙের আলোক মালায়।