শম্ভুনাথ সেনঃ
কৃষকদের সচেতন করতে জেলা কৃষি বিভাগের উদ্যোগে সাঁইথিয়ায় ব্লকের “ব্লক কৃষি দপ্তর” জগন্নাথপুরে আজ ৩ নভেম্বর উদযাপিত হয় “ফসল অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস”। উল্লেখ্য, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ নাড়া পোড়ানো। পুরোনো ধারণা থেকে এখনো অনেক চাষী অজ্ঞতার কারণে মাঠে নাড়া পুড়িয়ে দেয়। ধান ও গমের অবশিষ্টাংশ পুড়িয়ে যেমন পরিবেশ দূষিত হয় তেমনি ক্ষতি হয় মাটির উর্বরতা। এই সম্পর্কে সচেতন করতে স্থানীয় সোমশা, বনমালডিহি, ছোটোসাংড়া, মালিগ্রাম, মৃতদাসপুর গ্রামের ৫০ জন চাষীকে নিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। সেই সঙ্গে জগন্নাথপুরে কৃষি দপ্তরের সভাকক্ষে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। নাড়া পোড়ানোর ক্ষতিকর দিকগুলি নিয়ে আলোচনায় অংশ নেন সাঁইথিয়া ব্লক সহ কৃষি অধিকর্তা ডঃ পুষ্পিতা রায়, সিউড়ি সদর মহকুমা কৃষি অধিকর্তা (বিষয়বস্তু) ডঃ নিশীথ মন্ডল প্রমুখ।