মেহের সেখঃ
৫ নভেম্বর শনিবার ময়ূরেশ্বরের নারায়ণপুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে খুব সকালে হরিনাম সংকীর্তনের মাধ্যমে শোভাযাত্রা করে গ্রাম পরিক্রমা করার পর সকাল ৮টা ৩০মিনিট নাগাদ শ্রীরামকৃষ্ণ মন্দিরে পুজো আরম্ভ হয়ে সকাল ১০ টা ৪৫ মিনিটে হোমযজ্ঞ হয়। এরপর ভক্তদের প্রসাদ গ্রহণ করিয়ে সন্ধ্যা পর্যন্ত শ্রীরামকৃষ্ণ মন্দির চত্বরে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণপুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এদিন দেশ/ বিদেশের বেশ কয়েকটি আশ্রমের মহারাজেরা এসেছিলেন। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেছিলেন শ্রীনন্দন মুখোপাধ্যায় এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী সুহিতানন্দজী মহারাজ, স্বামী বিশ্বময়ানন্দজী মহারাজ, স্বামী সুখানন্দজী মহারাজ, স্বামী সেবাব্রতনন্দজী মহারাজ, স্বামী ভূদেবানন্দজী মহারাজ, স্বামী মহাপানন্দজী মহারাজ, স্বামী সত্যশিবানন্দজী মহারাজ, স্বামী বেদনিষ্ঠানন্দজী মহারাজ, স্বামী পরমানন্দজী মহারাজ প্রমুখ। এলাকার বাসিন্দা অতীশচন্দ্র ভল্লা ও রাজু কোনাররা জানিয়েছেন শ্রীরামকৃষ্ণ মন্দির হওয়ায় এলাকায় শ্রীরামকৃষ্ণ চর্চার প্রসার ঘটবে।