শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলার হস্তশিল্পী এবং হস্তশিল্প কারিগরদের উৎসাহিত করার লক্ষ্যে এবারেও সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। আজ ৯ নভেম্বর এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন জেলার দুই প্রথিতযশা হস্তশিল্পী দেবু মুর্মু ও আলিমা বিবি। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং জেলা শিল্পকেন্দ্রের আয়োজনে জেলা সদর সিউড়িতে এই প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। জেলার ১৪৩ জন হস্তশিল্পী প্রতিযোগীরা তাদের কাঁথা স্টিচের কাজ, ডোকরা শিল্প, কাঁসা-পিতল শিল্প, চর্মজাত দ্রব্য, শোলা শিল্প, বাদ্যযন্ত্র, কাঠ ও বাঁশের বিভিন্ন সামগ্রী এই প্রতিযোগিতায় জমা দিয়েছে। চারটি ক্যাটাগরিতে বিচারকদের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী মোট ১২ জন হস্তশিল্পীকে পুরস্কৃত করা হবে বলে জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত জানিয়েছেন।