সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় সংবিধান সপ্তাহ পালন করা হয় বৃহস্পতিবার সিউড়ি হামিদিয়া মাদ্রাসা কক্ষে। এই উপলক্ষ্যে স্থানীয় হাই মাদ্রাসার পড়ুয়াদের নিয়ে আইনি সচেতনতার উপর আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। আলোচ্যসূচি হিসেবে শিশুদের সমস্ত ধরনের আইনি অধিকার এবং অপরাধ মুলক কাজ থেকে মুক্তির উপায়। এছাড়াও শিশু শ্রম, বাল্য বিবাহ, ট্রাফিকিং এবং শিশুদের নেশা না করার ব্যাপারে সচেতনতার বার্তা দেওয়া হয়। পড়াশোনা চালিয়ে যাবার ক্ষেত্রে যদি ১৮ বছরের নীচে কোনো পড়ুয়াকে অসুবিধার সম্মুক্ষীন হতে হয় তবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ঐ পড়ুয়ার পাশে থেকে সমস্তরকম সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবার সচিব ও জজ মহঃ রুকমুদ্দীন, জুনিয়র জুভেনিয়াল জাস্টিস জয়দীপ ভট্টাচার্য, আইনজীবী তাপস শুকুল, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, হামিদিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা উম্মে সালমা আজমিরা প্রমুখ। উল্লেখ্য গত ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে।