নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
৩ ডিসেম্বর সাঁইথিয়ায় অভেদানন্দ মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসেছিলেন সাংসদ শতাব্দী রায়। তাঁর সাংসদ তহবিল থেকে দেওয়া ৪ লক্ষ টাকা এবং বিধায়ক নীলাবতী সাহার বিধায়ক তহবিল থেকে দেওয়া ৪ লক্ষ টাকায় অভেদানন্দ কলেজে নির্মিত দুটি শ্রেণিকক্ষ এবং নেতাজী স্মৃতিসৌধের উদবোধন করতে এসেছিলেন সাংসদ। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম সেন, বিধায়ক নীলাবতী সাহা, পুরপিতা বিপ্লব দত্ত, পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা প্রমুখ। সাংসদ শতাব্দী রায় কথা বলতে উঠে ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, এখানে রাজনীতির কথা নয়। বরং যে ছাত্রছাত্রীরা সিনেমায় অভিনয় করতে চাও তারা হাত তোল। বেশ কিছু হাত ওঠার পর তিনি বলেন, তোমাদের ছবি, ফোন নাম্বার কলেজের জি এস কে জমা দেবে। তারপর তোমাদের কাছে ফোন আসবে। তবে সুযোগ পাওয়াটা নির্ভর করবে যোগ্যতার ওপর। তিনি এটাও জানিয়ে দেন, এ ব্যাপারে তাঁকে কেউ ফোন করতে পারবে না। অনুষ্ঠানের উদবোধন পর্বের পর ছিল আমন্ত্রিত শিল্পী কেশব দে পরিবেশিত গানের অনুষ্ঠান।