ইসকন মন্দিরের ভজন কুটীরে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা প্রভূজীদের

বিপিন পালঃ

বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড়ে শুরু হয়েছে ইসকন মন্দির নির্মানের কাজ। আপাতত নির্মান করা হয়েছে ভজন কুটীর।৮ ডিসেম্বর রাত্রে এই ভজন কুটীরে শুয়ে ছিলেন দুর্গাপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ ঔদার্য্য চন্দ্র দাস ব্রহ্মচারী, ইসকন মন্দিরের আরও তিনজন ভক্ত, ভীমগড় মন্দিরের সেবক বিনয় প্রভূ সহ ভীমগড় গ্রামের দুইজন ভক্ত। ভোর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ ঔদার্য্য প্রভূ শৌচালয় যাবার জন্য উঠলে দেখেন পশ্চিম দিকের চালে আগুন জ্বলছে। তড়িঘড়ি প্রভূজীরা বালতি করে জল নিয়ে আগুন নেভান। খবর পেয়ে তড়িঘড়ি মন্দিরে এসে পৌঁছান পশ্চিমবর্ধমান জেলার পান্ডবেশ্বর বিধানসভার বিধায়কের প্রতিনিধি পাপিয়া নায়ক, খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন, কেন্দগড়ে পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান গনেশ আচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *