২০১৭সালের পর আবার টেট পরীক্ষাঃ বীরভূমে ৮৭টি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৩৫ হাজার পরীক্ষার্থী

দীপককুমার দাসঃ

আগামীকাল রবিবার টেট পরীক্ষা। ২০১৭সালের পর এবার আবার টেট পরীক্ষা হতে চলেছে। যখন শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে সরগরম তখন হতে চলেছে এবারের টেট পরীক্ষা। এবার বীরভূম জেলায় ৮৭কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বসবেন ৩৫হাজার পরীক্ষার্থী। পরীক্ষায় দুর্ণীতি রুখতে এবার বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে পরীক্ষার্থীদের ।প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিতে হবে। পরীক্ষার্থীরা দুটি অ্যাডমিট কার্ড, একটি ফটো, একটি ফটো আইডি প্রুফ ও একটি কালো বলপয়েন্ট কলম ছাড়া আর কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কোনো ইলেকট্রনিক্স গেজেট বা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এছাড়াও প্রিজার্ড পেপার বা এক্সাম বোর্ড নিয়ে প্রবেশ করা যাবে না। কোন অলঙ্কার এমনকি হাতঘড়িও পড়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সময় দেখার জন্য প্রতিটি রুমে দেওয়াল ঘড়ি রাখা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশ, প্রস্থান পথ ও কন্ট্রোলরুম সিসিটিভির আওতায় থাকছে। সিসিটিভি সেন্ট্রালাইজড কন্ট্রোলরুমের মনিটরের মাধ্যমে মনিটরিং করা হবে। শুধুমাত্র কাজের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন ভেনু ইনচার্জ ও সেন্টার ইনচার্জ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ধারা জারি থাকবে। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিতে। পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা ও জেরক্স সেন্টার। সকাল সাড়ে নয়টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর আর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।বেলা ১১টা ৪৫মিনিটে প্রশ্নপত্র এবং ও.এম.আর সিট দেওয়া হবে। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেট পরীক্ষা নেওয়া হবে। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বাড়তি সময় দেওয়া হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীরা রাইটার সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এবার পরীক্ষা শেষে গোলাপী রঙের ও এম আর সিট জমা দিয়ে ও.এম.আর. সিটের কার্বণকপি হাতে নিয়ে পরীক্ষার্থীরা বাইরে আসতে পারবেন। একটি অ্যাডমিট কার্ডে ফিক্সিং ডান ষ্টিকার লাগিয়ে জমা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য মেডিকেল টিম রাখা হচ্ছে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *