
উত্তম মণ্ডলঃ
শ্রদ্ধাবাসরে বসলো সাহিত্য বাসর। দু’বছর আগে মারা গিয়েছেন শিক্ষক রণজিৎ হাজরা। আর তাঁরই স্মৃতিতে ১১ ডিসেম্বরের রবিবার দুপুরে সাহিত্য বাসর বসলো নিজের সিউড়ি থানার নগরী গ্রামের “ফকিরালয়” নামের বাড়িতে। আয়োজনে প্রয়াত পিতার শিক্ষক পুত্র অরিজিৎ হাজরা। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাণীশ্বর ভারত সেবাশ্রম সংঘের প্রধান সেবক স্বামী নিত্যব্রতানন্দ, সাংবাদিক ও নেতাজী গবেষক সিদ্ধার্থ রায়সহ বিশিষ্টজনেরা। মঞ্চে তিনি গুমনামী বাবাকে “নেতাজী” বলে উল্লেখ করেন। এইসব বিভিন্ন বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উঠে এলো আদর্শ পিতা-পুত্রের কর্তব্যের বিষয়টিও। এই রণজিৎ হাজরা স্মৃতি সংঘের সহযোগিতায় প্রকাশিত হয় বাংলা ভাষায় একটি গবেষণাধর্মী সাহিত্য পত্রিকা “মৃত্তিকা।” আজকের এই মঞ্চ থেকে প্রকাশিত হয় বোলপুর থেকে আগত সম্পাদক দেবকুমার দত্তের “একলব্য” পত্রিকা। মোটের ওপর, এই অস্থির সময়ের নেতিবাচক দিকগুলি উপেক্ষা করে এই ধরনের শ্রদ্ধাবাসর অনুসরণযোগ্য এক ব্যতিক্রমী উদাহরণ রাখলো নতুন প্রজন্মের কাছে।

