দীপককুমার দাসঃ
বেতন বৃদ্ধি, পিএফ চালু করা সহ সাত দফা দাবি নিয়ে সোমবার সকাল থেকে সিউড়ি পৌরসভার সামনে বিক্ষোভ সামিল হলেন সিউড়ি পৌরসভার অস্থায়ী কর্মীরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি-দাওয়া নিয়ে সিউড়ি পৌরসভাকে বিষয়টি জানাচ্ছেন কিন্তু পৌরসভার তরফ থেকে তা কোনোভাবেই চালু করা হচ্ছে না বা প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে তারা সোমবার জল সরবরাহ ছাড়া সমস্ত রকম কাজ বন্ধ রেখে এই অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি এই দাবি দেওয়া পূরণ করা না হলে তাদের বিক্ষোভ কর্মসূচি চলবে। এই দিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আই এন টি ইউ সি এর পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। আই এন টি ইউ সির পৌরকর্মচারী ইউনিয়নের পক্ষে সাধন দাস বলেন, সিউড়ি পৌরসভায় ৫ শতাধিক অস্থায়ী কর্মী রয়েছেন। তারা দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে কেউ ১৫০০ টাকা, কেউ ৩০০০ টাকা বেতনে চাকরি করছেন। এই অল্প বেতনে চাকরি করে সংসার চালানোর সম্ভব নয়। এছাড়া আমাদের আরো দাবি পি এফ চালু করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, সঠিক বেতন দিতে হবে।