শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবনদান। একজন সুস্থ মানুষের রক্তে কোনো মুমূর্ষ রোগী বা প্রসূতি মায়ের জীবন বাঁচে। প্রসঙ্গত, বলা যায় দিন দিন রক্তদানে আগ্রহ বাড়ছে মানুষের। বহু যুবক-যুবতী স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন যা সমাজের পক্ষে হিতকর। বীরভূমের সিউড়িতে ১৭ ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশন (SFI) ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর যৌথ উদ্যোগে সিউড়ি লোকাল কমিটির ব্যবস্থাপনায় সিউড়ি ডাঃ শরদীশ রায় স্মৃতি সেবা সমিতির সভাকক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এস.এফ.আইয়ের প্রাক্তন নেতা তথা জেলার প্রতিষ্ঠাতা সভাপতি গোকুল ঘোষ, ডি.ওয়াই.এফ. আই এর জেলা সভাপতি তাপস বাগদী, জেলা সম্পাদক মন্ডলী সদস্য রুদ্রদেব বর্মন সহ এস.এফ.আইয়ের সিউড়ি লোকাল কমিটির সম্পাদক আনাস আক্তার প্রমুখ। সিউড়ি ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এদিন রক্ত সংগ্রহ করে। শিবিরে মোট ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ৫ জন মহিলা। জয়ন্তী মুরমু নামে এক আদিবাসী ছাত্রী এবারই প্রথম রক্ত দান করে। অন্যদিকে সিউড়ি রক্ষাকালী তলায় মন্দির কমিটির উদ্যোগে এদিন অন্য আরেকটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার ২৬ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এ তথ্য জানিয়েছেন সিউড়ি ব্লাড সেন্টারের মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।