সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার খয়রাসোল থানার ভীমগড় সংলগ্ন চূড়র গ্রামে ইসকনের ভক্তি বেদান্ত ভোকেশনাল ট্রেনিং আশ্রমের ভজন কুঠির আগুনে ভষ্মীভূত হয়ে যায় শনিবার, ১৭ ডিসেম্বর। আগুনের লেলিহান তাপপ্রবাহের ফলে ভজন কুঠিরে থাকা বিগ্রহ, তুলসী বৃক্ষ, বিছানা পত্র সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। কুঠিরের মধ্যে এক ভক্তর ঘুমন্ত অবস্থায় আগুন জ্বালানোর ঘটনা ঘটে, যদিও সে কোনরকম প্রাণে বেঁচেছেন। ভজন কুঠিরে অগ্নিসংযোগ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ গিয়ে তাদের আশ্বাস দেন যে, ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে। খয়রাশোল থানার পুলিশ তদন্তে নেমেই ৪৮ ঘন্টার মধ্যে স্থানীয় থানার চূড়র গ্রাম থেকেই কার্তিক চন্দ্র দাস, বাপ্পা গড়াই ওরফে ভোম্বল ও তাপস ধীবর নামে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশী হেফাজত চাওয়া হয়, বিচারক ৫ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর মহকুমার অ্যাডিশনাল পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করে জানান, যারা আগুন লাগিয়েছে তারা মূলত মাদকাসক্ত এবং তাদের ওই জায়গায় আশ্রম হয়ে যাওয়ার ফলে কাজকর্মে অসুবিধা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে তারা আগুন লাগিয়েছে বলে স্বীকারোক্তি।