
শম্ভুনাথ সেনঃ
আগামী ২১ ডিসেম্বর “বীরভূম জেলা বইমেলা-২০২২” শুরু হচ্ছে। সদর সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে এই ৪১ তম বইমেলা উদ্বোধনে আসছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর এই বইমেলায় সবার উপস্থিতি জানান দিতে জেলা সদর সিউড়তে আজ দুপুরে একটি পদযাত্রার আয়োজন করা হয় ।এই বইমেলা সফল করতে “বইয়ের জন্য হাঁটুন” এই সংকল্প নিয়ে পদযাত্রায় অংশ নেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক বিধান রায় সহ শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ। এছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। সিধো কানহু মঞ্চ থেকে পদযাত্রা শুরু হয়। শেষ হয় বীরভূম জেলা স্কুল মাঠে।