
শম্ভুনাথ সেনঃ
পরিবেশ দূষণ বর্তমানে অসহনীয় মাত্রায় পৌঁছেছে। আর তার অন্যতম একটি কারণ “শব্দদূষণ”। শুরু হয়েছে পিকনিকের মরসুম।পৌষমাস। আর পিকনিক মানেই ডিজে শব্দের দাপট! “পরিবেশ-প্রকৃতির ভারসাম্য বজায় রাখা শুধু দরকারই নয়, জরুরিও বটে!” আর এই বার্তা দিতেই এই শব্দ দূষণের অত্যাচার বন্ধে আগে থেকেই নিঃশব্দে মিছিল করলো জেলার সমাজ সচেতন পরিবেশপ্রেমী মানুষজন। হাতে ছিল “শব্দদূষণ চলবে না”, “শব্দ দানবের অত্যাচার বন্ধ হোক” এমন প্লেকার্ড। গত ১৮ ডিসেম্বর জেলা সদর সিউড়িতে এই মিছিলে পা মেলান চিকিৎসক,শিক্ষক, সাংবাদিক সহ শহরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ নাগরিকরা। সিউড়ি বিবেকানন্দ লাইব্রেরী থেকে এদিন পদযাত্রা শুরু হয়। নেতাজি বাসস্ট্যান্ড হয়ে এই পদযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এদিন মিছিলে পা মেলান প্রবীণ শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায়, বিমল সোম, চিকিৎসক দেবাশিস দেবাংশী,অনমিত্র বারিক, শৈবাল মজুমদার প্রমুখ। উল্লেখ্য,গত বছর থেকেই বল্লভপুর, শান্তিনিকেতন, বক্রেশ্বর নীলনির্জন জেলার এমন পিকনিক স্পটগুলিতে ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছিল। নজরদারি ছিল প্রশাসনের। এবারও মাত্রাতিরিক্ত শব্দ বন্ধ করার জন্য ইতমধ্যেই প্রশাসনকে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম ইয়াসিন আক্তার।


