
শম্ভুনাথ সেনঃ
বিভিন্ন দাবি-দাওয়া এবং বেআইনি বালির কারবারের প্রতিবাদে গত ১৮ ডিসেম্বর সাঁইথিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার নেতৃত্ব বিশাল কর্মী সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুরসভা এলাকায় একটি মিছিল পরিক্রমা করে৷ পরে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধধুমার কান্ড ঘটে। থানার গেট বন্ধ করে বিজেপি কর্মীদের স্মারকলিপি দানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির কর্মী সমর্থকরা সাঁইথিয়া-লাভপুর রাস্তায় বসে পরে, অবরোধ শুরু করে। পরে বেশ কয়েকজন প্রতিনিধি গিয়ে সিআই ও ওসির সঙ্গে কথা বলে স্মারকলিপি জমা দেন। বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা প্রকাশ্য অভিযোগ করেন বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদী গর্ভ থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বালি তুলে পাচার হচ্ছে। পুলিশের মদতে তৃণমূলের নেতাকর্মীরা এই অবৈধ কাজ করছে বলে অভিযোগ। এরপরেও এই বালি পাচার বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি সভাপতি ধ্রুব সাহা৷
