তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আজ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন

শম্ভুনাথ সেনঃ

২০২১ সালের মে মাসে একটি হুমকি দেওয়া এবং প্রাণে মেরে ফেলার ঘটনাক্রমে গতকালই ১৯ ডিসেম্বর ২০২২, বেলা ১০ টা নাগাদ বীরভূমের দুবরাজপুর থানায় অভিযোগ জানান শিবঠাকুর মণ্ডল নামে জনৈক এক ব্যক্তি। তার এই অভিযোগের ভিত্তিতে আজ ২০ ডিসেম্বর ২০২২ অনুব্রত মণ্ডলকে বীরভূমের দুবরাজপুর আদালতে তোলা হয়। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় দীর্ঘদিন বন্দী রয়েছে আসানসোল সংশোধনাগারে। আজ সেখান থেকেই তাকে দুবরাজপুর আদালতে আনা হয়। সকাল থেকে আদালত চত্বরে ছিল পুলিশি কড়া নিরাপত্তা। রাস্তার দুধারে ছিল সাধারণ মানুষের ভিড়। উল্লেখ্য, শিবঠাকুর মণ্ডল তৃণমূলের নেতা তথা দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। তাকে প্রাণে মেরে ফেলার অভিযোগ আনেন অনুব্রত মণ্ডলের নামে। তারই ভিত্তিতে ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬ ধারা মতে এই মামলা রুজু হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজ ২০ ডিসেম্বর, ২০২২ দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হয়। পুলিশ ১৪ দিন হেফাজতে চাইলেও বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, আজ কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি বলে সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানিয়েছেন। দুবরাজপুর আদালত থেকে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার পর আজই দুপুর আড়াইটা নাগাদ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে অনুব্রতকে স্থানীয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িতে বসে থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে আবার তাকে থানায় ফিরিয়ে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *