বড়দিনের প্রস্তুতি মহঃবাজারের ডন বসকো চার্চে

দীপক কুমার দাসঃ

আগামীকাল বড়দিন। প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন। খ্রীষ্টান ধম্বালম্বী মানুষদের কাছে এদিনের গুরুত্ব অপরিসীম। মহঃ বাজারের ডন বসকো চার্চে সেই প্রভু যীশুর জন্মদিন উদযাপন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই ডন বসকো হোষ্টেলে ২০০ ছাত্রী ও প্রায় ১৫০ ছাত্র বর্তমানে থাকে। বেশিরভাগ ছাত্রছাত্রী দুংস্থ পরিবারের। বিগত দুবছর করোণার কারণে সেভাবে বড়দিন উদযাপন হয়নি। এবার করোণার বিধিনিষেধ না থাকলেও এবারে বৃষ্টি না হওয়ায় চাষ সেভাবে হয়নি। তাই উৎসবের আনন্দে কিছুটা ছেদ পড়েছে। ডন বসকো চার্চে আজ শনিবার সন্ধ্যা সাতটায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আগামী বড়দিনের দিন সকাল আটটায় ও বেলা ১১টায় ও বিশেষ প্রার্থনার মাধ্যমে প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করা হবে। এই উপলক্ষে চার্চ চত্বরে গোশালা বানানো হয়েছে। সেখানে প্রভু যীশুর জন্মের দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়া চার্চের ভিতরে নানা ধরনের সজ্জা দিয়ে সাজানো হয়েছে। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে এখানকার ছাত্র ছাত্রীরা। চলছে তার চূড়ান্ত প্রস্তুতি। এখানকার ফাদার শান্তি সরেন বলেন, বিশেষ প্রার্থনার মাধ্যমে প্রভু যীশুর জন্মদিন পালন করা হবে। দুবছর করোণার কারণে উৎসব সেভাবে হয়নি। এবছর আবার বৃষ্টি না হওয়ায় চাষ হয়নি তাই উৎসবের আনন্দে ভাটা পড়েছে। তবুও চেষ্টা করা হচ্ছে বড়দিনের দিনটিকে ভালোভাবে পালন করার। এছাড়া আগামী ২৭ ডিসেম্বর জন মুর্মু পুরোহিত পদে অভিষিক্ত হবেন। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশপ জুনিয়স মারান্ডি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *