দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণে ব্যস্ত হয়ে পড়েন প্রধান

সেখ রিয়াজুদ্দিনঃ

জনগণকে পরিষেবা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প দুয়ারে সরকার চালু হয়েছে। সেইরূপ বৃহস্পতিবার সিউড়ি এক নম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃক স্থানীয় পঞ্চায়েত চত্বরে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির। বিভিন্ন স্টলের পাশাপাশি তিলপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সন্ধ্যা রায়ও চেয়ার টেবিল সহকারে একটি স্থানে বসে পড়েন। যেখানে মূলত পরিচয়পত্র তথা জানি চিনি, বংশতালিকার শংসাপত্র প্রদানের কথা। কিন্তু না শংসাপত্র প্রদানের পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম এলাকা থেকে দুয়ারে সরকার শিবিরে আগতদের সাহায্যার্থে তথা ভীড় সামলাতে ধরলেন কলম, করে দিচ্ছেন ফর্ম পূরণ। হ্যাঁ, এমনি চিত্র দেখা যায় তিলপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সন্ধ্যা রায়ের টেবিলে। তিনি এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার শিবিরে মানুষ যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন সেকথা যেমন জানালেন। পাশাপাশি এটাও জানালেন বহু দূরদূরান্ত যে সমস্ত লোকজন আসেন তাদের যেন কোন অসুবিধা না হয় বা অযথা যেন তাদের বারবার ফিরে যেতে না হয় এজন্য আমিও তাদের সহযোগিতা করে থাকি, ফর্ম পূরণ সহ বিভিন্ন ভাবে। অন্যদিকে যুব সম্প্রদায়ের মধ্যে সেখ জিয়া, মোশাররফ হোসেন, সেখ আব্দুল্লাহ সহ একঝাঁক তরুণ যুবা ও ফর্ম পূরণের কাজ করে চলেছে নিশব্দে, নিশুল্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *