
দীপক কুমার দাসঃ
আজ বুধবার মহঃবাজার থানার আঙারগড়িয়াতে ক্ষৌরকারদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো। রামপুরহাট শহর ক্ষৌরকার কল্যান সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি রামপুরহাটে। সেই সম্মেলনের প্রস্তুতি হিসেবে এদিনের এই সভার আয়োজন করা হয়। এদিনের এই সভার নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা ক্ষৌরকার কল্যাণ সমিতির সভাপতি রতন প্রামাণিক, সম্পাদক সুরেশ ঠাকুর ও সন্তোষ ভান্ডারী। ক্ষৌরকারদের বিভিন্ন দাবি আদায়ে ক্ষৌরকারদের এই সংগঠন লড়াই করবে বলে জানান বীরভূম জেলা ক্ষৌরকার কল্যাণ সমিতির সভাপতি রতন প্রামাণিক। এদিন এই সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষৌরকাররা।