“যুব নেতৃত্ব এবং সম্প্রদায় উন্নয়ন” শীর্ষক কর্মশালার আয়োজন, জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনস্থ বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বীরভূমি মানব কল্যাণ সোসাইটির সহযোগিতায় বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের “ডায়েট” সেন্টারে গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। আলোচ্য বিষয় ছিল “যুব নেতৃত্ব এবং সম্প্রদায় উন্নয়ন”। কর্মশালায় জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে ৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে। শিবিরের মূল উদ্দেশ্য যুবক-যুবতীদের ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষণ প্রদান করা। যাতে তারা আগামীদিনে সমাজ তথা দেশসেবার কাজে নেতৃত্ব দিতে পারে। নিজের প্রতিভা তথা সেরা জিনিসটা যেন সমাজের কাছে তুলে ধরতে পারে। প্রশিক্ষক হিসেবে ছিলেন নেহেরু যুব কেন্দ্রের প্রাক্তন প্রকল্প আধিকারিক সুদিন সাহা, শিক্ষক সমীর ব্যানার্জি, মল্লারপুর নইসুভা কেন্দ্রের প্রশিক্ষক বলরাম বাগদি, জেলা নেহেরু যুব কেন্দ্রের এ্যাকাউন্টস এন্ড প্রোগ্রাম এ্যাসিসট্যান্ট সুভাষ চন্দ্র মান্না, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ তপন কুমার পরিচ্ছা, উক্ত কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক গোপীনাথ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস, বীরভূমি মানব কল্যাণ সোসাইটির সম্পাদক সচ্চিদানন্দ মুখার্জি, সভাপতি রমারঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখ। তিন দিনব্যাপী কর্মশালা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *