লরি শ্রমিক কংগ্রেসের বার্ষিক সম্মেলন, সাঁইথিয়া শহরে

সেখ রিয়াজুদ্দিনঃ

প্রতি বছরের ন্যায় ২৮ ডিসেম্বর সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেসের উদ্যোগে ৩৮ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাঁইথিয়া পৌরসভার অনুষ্ঠান ভবনে। এদিন সাঁইথিয়া রেক পয়েন্ট থেকে সমস্ত চালক ও খালাসিরা লরি বন্ধ রেখে সুসজ্জিত মিছিলে পা মেলায় এবং সমগ্র শহর পরিক্রমা শেষে সম্মেলনের যোগদান করেন। প্রায় চার শতাধিক শ্রমিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের শুভসূচনা করেন জেলা আইএনটিইউসি সভাপতি মৃণাল বসু। উল্লেখ্য ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই দিনটিকে সামনে রেখে ১৯৮৪ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি নিহার দত্তের উদ্যোগ ও পরিকল্পনায় এবং মৃনাল কান্তি বসুর নেতৃত্বে সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেসের সভাপতি বিপদতারণ সিং, সাধারণ সম্পাদক জাভেদ শেখ ও সহ-সভাপতি মৃত্যুঞ্জয় দাস প্রমূখ। শ্রমিকদের কর্মক্ষেত্রে অসুবিধার দিকগুলো যেমন তুলে ধরা হয় পাশাপাশি তাদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে ও আলোকপাত করা হয়। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে বিপদতারণ সিং পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং ২১ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে ও তার উপর দায়িত্ব অর্পণ করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইএনটিইউসি সভাপতি মৃণাল কান্তি বসু, সহ-সভাপতি পুলক রায়, দেব কুমার দত্ত ও সাধারণ সম্পাদক তপন কুমার সাহা প্রমুখ নেতৃত্ব। এদিনের সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, মজুরি বৃদ্ধি, ছুটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদির দাবিতে একটি স্মারকপত্র লরি মালিক সংগঠন ও প্রশাসনের নিকট পেশ করা হবে। যদি কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ তাহলে আগামী দিনে সাঁইথিয়া লরি শ্রমিক কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে সংগঠনের হুঁশিয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *