শম্ভুনাথ সেনঃ
“১২ পৌষ” বীরভূমের খয়রাশোল ব্লকের ভাড্ডি গ্রামের মানুষের কাছে একটি স্মরণীয় দিন। এদিনেই রাধাগোবিন্দের সাধক ‘বনমালী গোঁসাই’ এর মহাপ্রয়াণ ঘটে। গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে সাধকের সমাধিক্ষেত্র। কত বছর পূর্বে এই সাধকের মহাপ্রয়াণ ঘটে তা আজও অজানা। তবে গ্রামের এক কবি অসীম শীল জানিয়েছেন শতাধিক বছর ধরে সাধকের স্মরণে এই উৎসব হয়ে আসছে ১২ পৌষ। প্রতি বছরের মতো এবারও এদিন মহোৎসবের আয়োজন করেন সাধকের অনুরাগী ভক্ত-শিষ্যরা। এলাকার অন্তত তিন হাজার ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। গীতা ভবনের পক্ষ থেকে এদিন ৫০ জন দুঃস্থকে কম্বল প্রদান করা হয়। অন্যদিকে খয়রাশোলের ভাগাবাঁধ গ্রামেও গীতাভবনের পক্ষ থেকে ১০০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় বলে মহারাজ জানিয়েছেন।