
শম্ভুনাথ সেনঃ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর বিডিও অফিস সংলগ্ন মাঠে আজ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একটি জনসভায় মূল বক্তা ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস ব্যানার্জি, সাংসদ অসিত মাল, বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ রাজ্য স্তরের বিভিন্ন নেতা-নেত্রীরা। এই মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবে বলে আওয়াজ তোলেন। এর পাশাপাশি তিনি বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুয়সি প্রশংসা করে তার বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ করে বলেন ‘দেখবে আর জ্বলবে আর লুচির মত ফুলবে’। এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠলে তিনি বুঝিয়ে দেন তৃণমূল কংগ্রেসের মহিলাদের এই ভিড় পঞ্চায়েত ভোটে আগে বুঝিয়ে দিচ্ছে দল কারো জন্য থেমে থাকে না, তৃণমূল আপন গতিতেই চলবে।