
দীপককুমার দাসঃ
যারা রুজি রোজগারের জন্য, পড়াশুনার জন্য, বৈবাহিক কারণে কিংবা অন্য কোন কারণে রাজ্যের বাইরে ভোটের দিন থাকলে ভোট দিতে পারতেন না তাদের কথা ভেবে রিমোট ভোটিং পদ্ধতি চালু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। নতুন এই পদ্ধতিতে একটি মেশিন থেকে ৭২টি কেন্দ্রে ভোট দেওয়া যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি রিমোট ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (আর ভি এম) এর মকড্রিল হবে আগামী ১৬ জানুয়ারি বলে আজ বৃহস্পতিবার দিল্লীতে সাংবাদিক সম্মেলনে করে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বিশেষ করে পরিয়ারী শ্রমিকদের কথা ভেবেই এই উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আটটি জাতীয় দল ও ৫৭টি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এই মেশিন কিভাবে কাজ করবে সেটা দেখানো হবে আগামী ১৬ জানুয়ারি। গত লোকসভা নির্বাচনে গড় ভোট পড়েছিল ৬৭.৪শতাংশ। ভোটদানের হার বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ।