স্বনির্ভর গোষ্ঠীর মহা ঋণ মেলা ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা শিবির, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা গ্রামোন্নয়ন বিভাগের পরিচালনায় সিউড়ির ডিআরডিসি অনুষ্ঠান কক্ষে জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে মহা ঋণ মেলা অনুষ্ঠিত হয়। সেই সাথে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এক সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়। স্বনির্ভর গোষ্ঠীর জেলা আধিকারিকের পক্ষ থেকে এক পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে জানা যায় জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৬৩,২৭২টি, যার মধ্যে ৬,১৩,২৫৭ টি পরিবার জড়িত। ২০২২-২৩ বর্ষে নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৮৪০টি। ক্রেডিট লিঙ্কেজ করানোর লক্ষ্যমাত্রা ধরা হয় ৫১,৪৫২ টি দলের মধ্যে ১৩৬৬ কোটি টাকার। যা ইতিমধ্যে নভেম্বর ২০২২ পর্যন্ত অগ্রগতি হয়েছে ৮২৮.৭৮ কোটি টাকার। আজকে ৭৬০০ স্বনির্ভর গোষ্ঠীকে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ২২৮ কোটি টাকার ঋণ প্রদান করা হয় মহা ঋণ মেলা অনুষ্ঠান থেকে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে এই মহা ঋণ মেলার আয়োজন বলে আয়োজকদের মধ্যে জানা যায়। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, জেলা সভাধিপতি তথা স্থানীয় বিধায়ক বিকাশ রায় চৌধুরী, এডিএম জেলা পরিষদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিক ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *