সেখ রিয়াজুদ্দিনঃ
১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন যুব কংগ্রেস ছেড়ে আসা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই হিসেবে ১ জানুয়ারি প্রতি বছর জেলা ব্লক অঞ্চল সহ বিভিন্ন স্তরে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। অনুরূপ ১ জানুয়ারি, রবিবার জেলা সদর সিউড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দলের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতীকী স্বরূপ ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার পৌর প্রধান অঞ্জন কর, উপ পৌর প্রধান বিদ্যাসাগর সাউ, মহম্মদ আব্দুল সফি সহ অন্যান্য নেতৃত্ব। তিলপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন ও এলাকার দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন তিলপাড়া তৃণমূল অঞ্চল সভাপতি মসলিম আলী খান, সিউড়ি এক নম্বর ব্লক আইএনটিটিইউসি সভাপতি বলরাম মন্ডল, জেলা পরিষদ সদস্যা সুপ্রিয়া দাস প্রমুখ। অনুরূপ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র পক্ষ থেকে সিউড়ি বাসষ্ট্যান্ড এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক বিকাশ রায়চৌধুরীর উপস্থিতিতে অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে দিনটি পালিত হয়। কড়িধ্যা অঞ্চল তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর, জেলা এসসি সেলের সভাপতি নবগোপাল বাউরি, ব্লক নেতৃত্ব আব্দুর রহমান, কাঞ্চন দে, সেখ জয়নাল প্রমুখ। এছাড়াও জেলার রাজনগর, দুবরাজপুর, মহম্মদবাজার, ইলামবাজার সহ বিভিন্ন ব্লক, অঞ্চল ও বুথ স্তরে তৃণমূল কংগ্রেসের ২৬ তম প্রতিষ্ঠা দিবস পালনের খবর পাওয়া গেছে।