শম্ভুনাথ সেনঃ
আগামী পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে বীরভূমের অজয় নদের ধারে কেন্দুলীতে অনুষ্ঠিত হবে “জয়দেব মেলা”। বীরভূমের সবচেয়ে বৃহত্তম মেলা। এই মেলার প্রস্তুতি নিয়ে ৩১ ডিসেম্বর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ এডিশনাল এসপি বীরভূম, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু, ইলামবাজার বিডিও শেখ জসীমউদ্দীন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিডিও সাহেব সহ দুই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ও আখড়া কমিটির নেতৃত্বরা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান মেলা হবে কোভিড বিধি মেনে এবং থাকবে জোরদার সরকারি সহযোগিতা। জেলাশাসক বিধান রায় সাংবাদিকদের জানান ঐতিহ্যবাহী এই মেলায় পুণ্যার্থীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে সেই ভাবেই পুলিশ প্রশাসনের যথেষ্ট বন্দোবস্ত করা হবে। থাকবে আলো, পানীয় জল, শৌচালয় ও জোরদার নিরাপত্তা ব্যবস্থা।