বীরভূম: “বিশ্ব শান্তির বার্তা” নিয়ে খয়রাশোল ব্লকের চৈতন্যপুর “গীতা ভবনে” উদযাপিত হয় “কল্পতরু দিবস”

শম্ভুনাথ সেনঃ

১ জানুয়ারি। ইংরেজি নববর্ষের প্রথম দিন। বীরভূমের খয়রাশোল ব্লকের চৈতন্যপুর গীতাভবনে প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারী ‘কল্পতরু দিবস’ উদযাপিত হয়। হরেকৃষ্ণ নাম সংকীর্তন, ভক্তিমূলক গান, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, ভাগবত কথা আলোচনা, ও অগণিত ভক্ত সেবার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। উল্লেখ্য, ১৮৮৬ সালের এমন এক পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের মধ্যে কল্পতরু হয়েছিলেন। উপস্থিত হয়েছিলেন গৃহী ভক্তরা। এদিন কল্পতরু উৎসবে গীতাভবনের বহু অনুরাগী ভক্তরা উপস্থিত হন। রামকৃষ্ণদেবের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন মহুয়া গাঙ্গুলী, মৃন্ময় দত্ত। দুই শিশু শিল্পী অতনু সিংহ, স্মিতা পাল কবিতা আবৃত্তি করে। গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, অচিন্ত্য মহারাজ, অধ্যাপক ড. রবিন ঘোষ, অচিন্ত্য সিংহ, তপন কর্মকার, শিক্ষক শান্তি ঘোষ প্রমুখ বক্তারা তুলে ধরেন দিনটির তাৎপর্য। ভাগবত কথা আলোচনা করেন গীতা ভবনের এক অনুরাগী ভক্ত জশেমির সিং। দুপুরে অন্ততঃ হাজার দুয়েক ভক্ত প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *