দীপককুমার দাসঃ
শনিবার বর্ষশেষের সন্ধ্যায় রক গানে মজলো নতুন প্রজন্ম। সিউড়ির রবীন্দ্রসদনে স্কাইলার্ক ও ফ্রিকুয়েন্সি ব্যান্ডের উদ্যোগে আয়োজন করা হয়েছিল থারট্রি ফার্ষ্ট রক ফিষ্টের। এদিন এই অনুষ্ঠানে একে একে পারফরম্যান্স করে ফ্রিকুয়েন্সি, ফোনিক্স, রেডিক্স, ফ্রিকশন ও স্কাইল্যার্ক ব্যান্ডের দল। ব্যান্ডের তালে, গিটারের সুর মুচ্ছর্ণায় একের পর এক শিল্পী তাদের গানে মাতিয়ে দেন রবীন্দ্রসদনে উপস্থিত শ্রোতাদের।কন্ঠশিল্পীদের সঙ্গে শ্রোতারাও কন্ঠ মেলান। এদিনের অনুষ্ঠান ঘিরে নতুন প্রজন্মের উৎসাহ ছিল যথেষ্টই। উদ্যোক্তাদের পক্ষে কৌস্তুভ অধিকারী বলেন, ২০১৪ সালে ইউনিফর্ম ভেলোসিটি ব্যান্ডদলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়। বিগত দুবছর করোণার কারণে এই অনুষ্ঠান বন্ধ ছিল। এবার আমরা স্কাইল্যার্ক ও ফ্রিকুয়েন্সি ব্যান্ডের উদ্যোগে থারটি ফাষ্ট রক ফিষ্টের আয়োজন করেছি। মোট পাঁচটি দল অনুষ্ঠান পরিবেশন করলো। আরেক সঙ্গীত শিল্পী কৌস্তুভ বলেন, বিগত দুবছর করোণার কারণে আমরা অনেক কিছুই হারিয়েছি। তার মধ্যে এবার যে সকলকে আনন্দ দিতে পেরেছি এটাই বড় পাওনা। সিউড়িতে দিন দিন রক গানের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এদিন হল ভর্তি করে ইয়ং জেনারেশনের উপস্থিতি সেটাই প্রমাণ করেছে।