শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা জুড়ে আজ ২ জানুয়ারী থেকে “শিক্ষার্থী সপ্তাহ উদযাপন” অনুষ্ঠানের সূচনা হয়। চলবে ৭ই জানুয়ারি পর্যন্ত। জেলার ৩২ টি চক্রের প্রাথমিক ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। সেই সঙ্গে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সিউড়ি ১ নং ব্লকের খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের “হুকমাপুর প্রাথমিক বিদ্যালয়ে” “বুক ডে” উপলক্ষে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ড. প্রলয় নায়েক। এদিন ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই এবং মুখ্যমন্ত্রীর প্রেরিত শুভেচ্ছা বার্তা। পাশাপাশি এই অনুষ্ঠানে “বীরভূমি মানব কল্যাণ সোসাইটির” পক্ষ থেকে ১২০ জন ছাত্র-ছাত্রী এবং মধ্যাহ্নকালীন রান্নার দায়িত্বে থাকা ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐ স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক, শিক্ষক সচ্চিদানন্দ মুখার্জী। প্রতিষ্ঠা লগ্ন থেকে যেসব শিক্ষক-শিক্ষিকা এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তেমন ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রবি মাল, সহকারি শিক্ষক রমারঞ্জন চট্টোপাধ্যায়, শিক্ষিকা উমা দাস রজক সহ এলাকার শিক্ষানুরাগী মানুষজন।