
দীপককুমার দাসঃ
মঙ্গলবার সকালে সিউড়ি ১নং ব্লকের আলুন্দা পঞ্চায়েতের কুখুডিহি গ্রাম থেকে একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মহঃ বাবর আলি বলেন, সকালে একটি পুকুরের পাড়ে একটি গন্ধগোকুল দেখতে পান গ্রামবাসীরা। আমরা এই প্রাণীটিকে আটকে রাখি ও খবর দিই বনদপ্তরে। বনদপ্তরের পক্ষ প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তরের টিম খবর পেয়ে কুখুডিহি গ্রামে আসে। বনদপ্তরের পক্ষে বিশিষ্ট সর্পবিদ তথা ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস ও অন্যান্য কর্মীরা এই গন্ধগোকুলটি উদ্ধার করেন। দীনবন্ধু বিশ্বাস বলেন, গন্ধগোকুলটি শীতে অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামবাসীরা খবর দেন বনদপ্তরে। প্রানীটিকে উদ্ধার করা হয়েছে। সুস্থ করে প্রাণীটিকে অনুকূল পরিবেশে পুর্ণবাসন দেওয়া হবে।