শম্ভুনাথ সেনঃ
গ্রামীণ ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং গ্রামের যুব সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে এক নয়া উদ্যোগ। বীরভূমে গ্রামীণ প্রতিযোগীদের নিয়ে ব্লক পর্যায়ে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। সেই তালিকায় সিউড়ি-১, মুরারই-১, নলহাটী-২, রামপুরহাট-১, সাঁইথিয়া, নানুর, মহম্মদবাজার, রাজনগর, ইলামবাজার এই নয়টি ব্লকে আগেই ভিলেজ লেভেল প্রতিযোগীদের নিয়ে ব্লক স্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সফল প্রতিযোগিদের নিয়েই ২-৩ জানুয়ারী মল্লারপুর হাইস্কুলের মাঠে দুদিনের এই জেলা স্তর প্রতিযোগিতায় ছিল উৎসবের মেজাজ। নেহেরু যুব কেন্দ্র, বীরভূম এর উদ্যোগে, “মল্লারপুর নঈসুভা” স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল, ভলিবল, স্লো-সাইকেল, ২০০ মিটার দৌড় ও হাড়িভাঙা এই পাঁচটি ইভেন্টে ১৫-২৯ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায়া দাস, বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর ধীরেন্দ্রনাথ ব্যানার্জি, নঈসুভা সংস্থার সম্পাদক সাধন সিংহ সহ শিক্ষকবৃন্দ ও জেলার ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্বরা। এদিন ইলামবাজার ব্লকের ‘কামারপাড়া আদিবাসী মা মনসা ক্লাব’ ফুটবলে উইনার্স এবং নানুর ব্লক রানার্স ট্রফি জিতে নেয়। অন্যদিকে ভলিবলের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফতেপুর বাসন্তী তলা মাঠে। ইলামবাজার ব্লকের “আকম্বা তুফান সংঘ” ভলিবলে উইনার্স এবং নলহাটি-২ ব্লক রানার্স ট্রফি পায়। তাছাড়া অন্যান্য ইভেন্টে সফল প্রতিযোগিদের হাতে শংসাপত্র, মেডেল, পুরস্কার তুলে দেওয়া হয়।