দীপককুমার দাসঃ
আজ বুধবার থেকে মহঃবাজার পঞ্চায়েতের খড়িয়া গ্রামের রাজ রাজেশ্বর আশ্রমে শুরু হলো তিনদিন ব্যাপী ১০৮ শ্রী শ্রী প্রেমানন্দ দাস বাবাজী মহারাজের ২৪তম তিরোধান দিবসের অনুষ্ঠান। এই উপলক্ষে ভাগবত পাঠ, গন্ধ্যাদিবস সংকীর্তণ, নাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। শুক্রবার শেষদিন নগর পরিক্রমা, সূচক কীর্তন, ভোগ আরতির পর মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান এই আশ্রমের পক্ষে আনন্দগোপাল কর্মকার। বুধবার বিকেলে কাকলি দাসের ভাগবত পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যা আরতির পর সন্ধ্যায় ঝাড়খণ্ডের কিতুরীর নিত্যানন্দ সম্প্রদায় গন্ধ্যাদিবস সংকীর্তণ পরিবেশন করে। এরপর অধিবাসের পর নাম বিশ্রামের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়। এই আশ্রমের বর্তমান সেবাইত সেবানন্দ দাস বাবাজী জানান, আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নামকীর্তন হবে। শুক্রবার নগর পরিক্রমা, ভোগ আরতির পর পাঁচ থেকে ছয় হাজার মানুষকে মহাপ্রসাদ খাওয়ানো হবে। গুরুদেবের তিরোধান দিবস এবার গ্রামবাসীদের ইচ্ছায় ও ভিক্ষায় বড় করে আয়োজন করা হয়েছে।