শম্ভুনাথ সেনঃ
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাস প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছে বীরভূম জেলা কংগ্রেস। অধিকাংশ গরীব ও গৃহহীন অসহায় মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, এমনই প্রতিবাদে আজ ৪ জানুয়ারী বীরভূম জেলার ময়ূরেশ্বর-১ নং ব্লকের বিডিও সাহেবকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে গরীব ও গৃহহীন অসহায় মানুষের নাম আবাস যোজনা প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান দলীয় কর্মীরা। এছাড়াও ১০০ দিনের কাজে বকেয়া টাকা অতিসত্ত্বর গরীব মানুষদের প্রদান করা, ষাটউর্দ্ধো সকল গরীব মানুষকে বার্ধক্যভাতা দেওয়ারও দাবী জানানো হয়। এছাড়া সুষ্ঠ ও নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন করার জোরালো দাবী ওঠে। আজ এই ডেপুটেশন দেওয়ার আগে দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর-১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, ব্লক কংগ্রেস কার্যকারী সভাপতি এস, এম, কামরুজ্জামান (সরল), জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, সমীর দত্ত, মাধব দাস, শের আলি, হাবিবুল্লাহ সেখ প্রমুখ নেতৃবৃন্দ।