সাতদিনের ভাগবত পাঠ শুরু রাজনগরে

উত্তম মণ্ডলঃ

সাতদিনের ভাগবত পাঠের অনুষ্ঠান শুরু হলো জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। স্থানীয় ব‍্যবসায়ী নিশীথ গঁরাইয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৬ জানুয়ারী থেকে আগামী সাতদিন ধরে বিকেল তিনটে থেকে রাজনগর পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দিরের সামনের মাঠে ভাগবত কথা পরিবেশ করবেন বৃন্দাবন থেকে আগত ভাগবত-পাঠক রাজেশ কিশোর গোস্বামী। চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে আজ সকালে ১০৮ জন মহিলা ভক্ত শোভাযাত্রা সহকারে স্থানীয় কুশকর্ণী নদী থেকে কলসি কাঁখে জল ভরে অনুষ্ঠানস্থলে পৌঁছান। সঙ্গে ছিল বাজনা ও কীর্তন গানের দল। অনুষ্ঠান শোনার জন্য ভক্তদের জন্য বসার ব‍্যবস্থা রয়েছে। স্থানীয় এলাকাবাসী ছাড়াও পাশের রাজ‍্য ঝাড়খণ্ড থেকে ভক্তরা এখানে আসেন বলে জানা গেছে। শেষদিনে ভক্তদের জন্য রয়েছে প্রসাদের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *