দীপককুমার দাসঃ
বীরভূম অনুভবে টুলটুল ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে ও গুরুকূল পরম্পরা নৃত্যাঙ্গন বিদ্যানিকেতন পরিচালনায় ৩ জানুয়ারী ও ৪ জানুয়ারী সিউড়ির সিধু কানহু মঞ্চে নৃত্য ও নাটকের অনুষ্ঠান পরিবেশিত হয়। ৩ জানুয়ারী সন্ধ্যায় বাংলার নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী লুৎফাউন্নেসার জীবন কাহিনী নিয়ে নাটক পরিবেশিত হয়। প্রথম জীবনে লুৎফাউন্নেসা ছিলেন সিরাজের নান্নীজান শরীফুন্নেসা বেগমের হিন্দু পরিচারিকা। পরে সিরাজদ্দৌলা তার প্রেমে পড়েন ও বিয়ে করেন। সিরাজ ও পরিচারিকার নাম দেন লুৎফাউন্নেসা। সেই লুৎফাউন্নেসার জীবনের নানা উঠাপড়া নিয়েই নাটকের জন্য সিধুকানহু মঞ্চে অনেকগুলি মঞ্চ বানানো হয়।কবর স্থান, সিরাজদ্দৌলার মসনদ, মুর্শিদকুলি খাঁ এর বাড়ি একেকটি মঞ্চে এমন দৃশ্য তুলে ধরা হয়। ৪ জানুয়ারী সন্ধ্যায় শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান এর আয়োজন করা হয়। এদিনের শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান শুরু হয় এই সংস্হার প্রতিষ্ঠাতা প্রয়াত টুলটুল আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে। এরপর নটরাজ বন্দনা, গনেশ বন্দনা করা হয় শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে। এছাড়াও বিভিন্ন আঙ্গিকের শাস্ত্রীয় নৃত্যে অংশগ্রহণ করে এই সংস্থার প্রায় দুই শতাধিক নৃত্য শিল্পী। দুদিন ব্যাপী নাটক ও শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান দেখতে সিউড়ির সিধু কানহু মঞ্চে উপস্থিত ছিলেন বহু মানুষ।