বীরভূমের সিউড়িতে ৩ দিনের  “আয়ুষ মেলা-২০২৩” শুরু হল আজ

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে সদর সিউড়ির সিধু কানু মুক্ত মঞ্চে আজ ৬ জানুয়ারী থেকে ৩ দিনের আয়ুষ মেলা শুরু হল। এই উপলক্ষে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকে সিউড়ি পৌরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। পরে সিউড়ি সিধু কানু মুক্ত মঞ্চের সামনে তারা জমায়েত হয়। “আয়ুষ” সম্পর্কিত বিভিন্ন ধরনের সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার সহকারে এই শোভাযাত্রায় আধিকারিকদের সাথে পা মেলান বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই আয়ুষ মেলার শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ছোট মাঝারি এবং বস্ত্র শিল্পের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা সমামর্তা বিধান রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি, সিউড়ি পৌরসভার পৌরপিতা প্রনব কর সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলা চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *