শম্ভুনাথ সেনঃ
ছাত্রছাত্রীরা ফরম ফিলাপের সময় তাদের নির্দিষ্ট সাবজেক্ট নথিভুক্ত করলেও অ্যাডমিট কার্ডে সেই সাবজেক্ট নেই। পরিবর্তে অন্য সাবজেক্ট লেখা আছে। আসন্ন পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা পড়েছে বিপদে। সেই পরিপ্রেক্ষিতে ৭ জানুয়ারী বীরভূমের মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাও করে।এ হেন বিপদে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে ছাত্র-ছাত্রীরা জানিয়েছে, সঠিক ভাবে ফর্ম ফিলাপ করা সত্ত্বেও তাদের এ্যাডমিট কার্ডে সাবজেক্ট ভুলভাল এসেছে।আর এর পরিপ্রেক্ষিতে তারা প্রিন্সিপালকে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি এক ঘন্টা ঘেরাও করে রাখে। প্রিন্সিপাল ড.অমিত কুমার চক্রবর্তী অবশ্য ছাত্র-ছাত্রীদের এই অভিযোগের সত্যতা স্বীকার করে সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।