
সন্তোষ পালঃ
বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, দুবরাজপুর নার্সিং এন্ড মেডিকেল রিসার্চ ইন্সটিটিউটের আজ বার্ষিক অনুষ্ঠান এবং নবীন বরণ উৎসব পালিত হলো কলেজ প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী, কলেজের অধ্যক্ষ ডক্টর নীলিপ কান্তি দেব, পরিচালন কমিটির সদস্য সুখেন রানা, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক, হেতমপুর ডিএলএড কলেজের অধ্যক্ষ কানন গোপাল চক্রবর্তী সহ আরো অনেকে। পৌরসভার পৌর প্রধান বলেন দুবরাজপুর এলাকায় এরূপ একটি ফার্মাসি কলেজ বেশ ভালোভাবে চলছে ২০১৯ সালে স্থাপিত হওয়ার পর থেকে, আগামী দিনে তা আরও উন্নত হবে। কলেজের অধ্যক্ষ বলেন আজকে যারা এখান থেকে পাঠ গ্রহণ করছে আগামী দিনে তার সম্মানের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ পাবে। এদিন নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও আজ চূড়ান্ত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় কলেজের পক্ষ থেকে।
