শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ১ নং ব্লকের ভাদীশ্বর মৌজায় স্থানীয় কৃষকদের নিয়ে আজ ১০ জানুয়ারী একটি কৃষক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বর্তমানে মেশিনে ধান কাটার পর ধান গাছের অনেকটা অংশ থেকে যায় মাঠে। অজ্ঞতার কারণে এখনো অনেক চাষী ধান কাটার পর বাড়তি নাড়া পুড়িয়ে দেয়। তাতে যেমন পরিবেশ দূষিত হয়, তেমনি নষ্ট হয় মাটির উর্বরতা। কিভাবে নাড়া না পুড়িয়ে যন্ত্রের সাহায্যে তা মাটিতে মিশিয়ে জৈব সার এ পরিণত করা যায় তারই প্রশিক্ষণ চলে এদিন। মেশিনের সাহায্যে হাতে-কলমে সেই ব্যবস্থা দেখানো হয়। চাষীদের কাছে এ বিষয়ে বিশদ জানিয়েছেন স্থানীয় ব্লক সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার। কৃষি দপ্তরের পক্ষ থেকে মেশিনের সাহায্যে নাড়া না পুড়িয়ে ডাস্ট করে জৈব সার তৈরি করার পদ্ধতি শিখে নেয় স্থানীয় মইনুল হক সহ এলাকার চাষিরা।