শিশু শিক্ষা কেন্দ্রে ভুয়ো অফিসার পরিচয়ে, লোকপুর থানায় ধৃত ১

সেখ রিয়াজুদ্দিনঃ

ভুয়ো অফিসার পরিচয় দিয়ে বীরভূমের লোকপুর থানার খন্নি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার কাছে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের ১ ব্যক্তি। বুধবার ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে। বিবরণে প্রকাশ, উত্তরপ্রদেশের হাদিস শাহ নামে এক ব্যক্তি মঙ্গলবার লোকপুর থানার খনি শিশুশিক্ষা কেন্দ্রে গিয়ে নিজেকে দিল্লি স্কুল বোর্ডের অফিসার পরিচয় দেন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বাবলি সেনকে। এরপর তিনি বিদ্যালয়ের খাতা পত্র চেক করতে থাকেন এবং কলমে দাগ দেওয়ার পর খাতাগুলো ছুড়তে থাকেন। ঘটনায় স্তম্ভিত হয়ে যান শিক্ষিকা। কিছুক্ষণ পর ১০ হাজার টাকা ঘুষ চান শিক্ষিকার কাছে। শিক্ষিকা ঘুষ দিতে অস্বীকার করলে অশ্লীল ভাষায় গালাগালি, কানের দুল গুলি ছেড়ার চেষ্টা করে এমনকি মারধরও করেন বলে অভিযোগ। পড়ুয়াদের মধ্যে দু চার জন তাদের বাড়িতে ঘটনার কথা বলা মাত্র তাদের অভিভাবকরা তড়িঘড়ি স্কুলে আসতেই উত্তরপ্রদেশের ওই ভুও অফিসার সেখান থেকে চম্পট দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ লোকপুর থানার ওসি সন্তোষ ভকত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুস্কৃতিকারীকে আটকের উদ্দেশ্যে তার গতিবিধি জেনে তার পিছনে ধাওয়া করেন। খয়রাসোলের গোপালপুর মোড় এলাকা থেকে দুস্কৃতিকে আটক করে থানায় নিয়ে আসে। শিক্ষিকা অফিসার পরিচয় দেওয়া দুস্কৃতিকারীর বিরুদ্ধে লোকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজ বুধবার আদালতে পেশ করার উদ্দেশ্যে লোকপুর থানা থেকে দুবরাজপুর আদালত পাঠান লোকপুর থানার পুলিশ। ধৃত ওই ভুও অফিসারের শ্বশুরবাড়ি লোকপুর থানার সীমান্তবর্তী ঝাড়খণ্ডের বাগডহরি থানার চন্দ্রপুর গ্রামে বলে জানা গেছে। লোকপুর থানায় অভিযোগ দায়ের করে বেরিয়ে এসে একান্ত সাক্ষাৎকারে স্কুলের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান খন্নি রবীন্দ্র- নজরুল শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বাবলী সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *