সাঁইথিয়ায় নতুন বাইপাস রাস্তা

বিজয়কুমার দাসঃ

স্বামী বিবেকানন্দর জন্মদিনে সাঁইথিয়া পুরসভা শহরে একটি নুতন বাইপাস রাস্তার শুভ সূচনা করল। ১৫ নম্বর ওয়ার্ডের জলট্যাঙ্কের পাশ দিয়ে তৈরি হওয়া প্রায় দু কিলোমিটার দীর্ঘ এই বিকল্প রাস্তা গিয়ে মিলেছে লাভপুরগামী কলেজ রোডের প্রধান রাস্তার সঙ্গে। সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত রাস্তাটির সূচনা করে জানিয়েছেন, এই বাইপাস রাস্তা সাঁইথিয়া শহরের যানজট কমাতে সহায়ক হবে। উল্লেখ করা যেতে পারে কলকাতা, বর্ধমান, বোলপুর থেকে সরাসরি মূর্শিদাবাদের কান্দি, বহরমপুর বা বীরভূমের রামপুরহাট এবং মালদা, ঝাড়খন্দ যেতে হলে সাঁইথিয়া রক্ষাকালীতলা রোডের রাস্তাটি একমাত্র সহায়ক রাস্তা ছিল। স্বভাবতই প্রায় প্রতিদিন সকাল থেকে ভোর রাত্রি পর্যন্ত এই রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করে। ফলে নিত্য যানজটে অস্থির পথচারীরা বিপন্ন বোধ করে। পুলিশ হিমসিম খায় যানজট সামাল দিতে। তাছাড়া রাস্তাটি বেশ অপ্রশস্তও। শহরবাসীর ধারণা, নতুন বাইপাস রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলে রক্ষাকালীতলার যানজট কমবে। পুরসভা সূত্রে জানা গেছে, বোলপুরের দিক থেকে আসা যানবাহনগুলি রক্ষাকালীতলার মন্দিরের পাশ দিয়ে ঘুরিয়ে নতুন বাইপাস রাস্তা দিয়ে চালানোর কথা ভাবা হয়েছে। অন্যদিকে রাস্তাটির শুভ সূচনা হলেও কিছু কাজ বাকি আছে। তাই রাস্তাটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পাশাপাশি পথবাতির ব্যবস্থাও করা হবে দ্রুত। তবে শহরবাসী এই বিকল্প রাস্তা পেয়ে খুশি। অন্যদিকে অকেজো রেলব্রীজ নিয়ে আন্দোলনের পরেও রেলব্রীজ মেরামতি নিয়ে কোন সবুজ সঙ্কেত না মেলায় রেলব্রীজে যানজট সমস্যা থেকেই গেছে। এই দুর্বল রেলসেতুর নিচ দিয়ে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসের মত ট্রেন চালানো হচ্ছে। নতুন বাইপাস রাস্তা তৈরির জন্য বেশ কিছু মানুষ জমি দান করেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *