সেখ রিয়াজুদ্দিনঃ
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস পালিত হয় মহা সমারোহে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে। অনুরূপ স্বেচ্ছাসেবী সংগঠন “নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের” উদ্যোগে বিবেকানন্দের জন্ম দিবস পালনের পাশাপাশি তামাকজাত বর্জনের লক্ষ্যে সচেতনতা মূলক প্রচার অভিযান চালান বীরভূম জেলার লাভপুর, নানুর, রামপুরহাট, বোলপুর ব্লকের বিভিন্ন গ্রাম এলাকায়। পথ চলতি সাধারণ মানুষদের সাথে তামাকজাত সেবনে ধূমপান করার কুফল নিয়ে সারাদিন যাবত নানা ধরনের সচেতনতা মূলক প্রশ্ন উত্তর, আলোচনা ও ব্যানারে স্বাক্ষর সংগ্রহ করা হয়। যেখানে বিবেকানন্দ যুব সমাজকে সাহসী দেশাত্মবোধে সুস্থ স্বাস্হ্য গড়ে তোলার জন্য সমাজের নবদিগন্তের দিশারী বলেছেন, তাদের এগিয়ে চলার জন্য মানসিক সামাজিক সুস্থ্য স্বাস্হ্য রক্ষার্থে এই পদক্ষেপ। সংগঠনের সম্পাদিকা, রহিমা খাতুন জানান, “বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কর্মসূচী নিয়ে নারী ও শিশু, পরিযায়ী শ্রমিক, সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষত মহিলাদের নিয়ে কাজ করে চলেছে। সমাজের যুব সমাজ ও নারী, শিশু-বৃদ্ধদেরকে তামাক জাতীয় দ্রব্য ব্যবহার থেকে দূরে রাখতে এই কর্মসূচি পালন। আগামী দিনেও আমরা এই ধরণের জন কল্যাণ মূলক কর্মসূচীর পরিকল্পনা করা হয়েছে।”