শম্ভুনাথ সেন ও সন্তোষ পালঃ
আজ ১৪ জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মতিথি উৎসব। পন্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে দিনটি যথোচিত শ্রদ্ধায় পালিত হয়। সকালে প্রভাতফেরি, ধর্ম আলোচনা সভা, দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ এবং হাজার হাজার ভক্ত সেবার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সদাত্মানন্দ মহারাজ স্বাগত ভাষণ দেন। স্বামীজীর জীবন আদর্শ তুলে ধরেন দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ মহারাজ, ব্রহ্মচারী অমৃত চৈতন্য প্রমুখ। উল্লেখ্য, এদিন পণ্ডিতপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা স্বামী শক্ত্যানন্দ মহারাজ এবং আশ্রমের ভূমিদাতা স্বর্গীয় সাধক সরজুপ্রসাদ গুপ্তের স্মৃতিচারণা করেন সত্যশিবানন্দজী। ১০০ জন দুঃস্থদের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়। হাজার পাঁচেক মানুষ অন্ন সেবা গ্রহণ করেন। কথায়, কবিতায়, সঙ্গীতে সারাদিন আশ্রম প্রাঙ্গণ ছিল উৎসব মুখর।



