
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ১১ জানুয়ারী থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ নামক কর্মসূচি। সেই কর্মসূচিতে আজ শনিবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কেন্দগড়ে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামগুলিতে সাধারণ মানুষের সাথে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শুনলেন রাজ্য সরকারের ক্ষুদ্র কুটীর শিল্প ও বস্ত্র বিপনন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। পাশাপাশি স্থানীয় মন্দিরে গিয়ে পূজা দেন এবং মসজিদে গিয়ে ও প্রার্থনা করেন। এদিন সকালে দলীয় কর্মীদের উপস্থিতিতে কেন্দগড়ে গ্রামে বামাকালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় কর্মসূচি শুরু করেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও খয়রাশোল ব্লক তৃণমূলের সভাপতি কাঞ্চন অধিকারী, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদিকা অসীমা ধীবর, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন, জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, ব্লক তৃণমূল নেতৃত্ব কাঞ্চন দে, উজ্জ্বল হক কাদেরী, মৃনাল কান্তি ঘোষ প্রমুখ। জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বৈঠক করেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। কমবেশি সমস্ত জায়গায় উঠে আসে আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন, কাঁচা রাস্তা ঢালাই, মঞ্চ তৈরি, ইত্যাদির কথা মন্ত্রীর কাছে আবেদন সহকারে পেশ করেন মন্ত্রীর সম্মুখে উপস্থিত ব্যক্তিগন। কেন্দগড়ে পঞ্চায়েত এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি ও অভিভাবক অভিভাবকরা মন্ত্রীর কাছে আবেদন করেন বিদ্যালয়টি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের ব্যবস্থা করা, বিদ্যালয়ের কক্ষ নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা এবং পান সিউড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত পড়ুয়াদের স্বার্থে রাস্তাটি পাকা করা। মিডডে মিলের রাঁধুনিদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খবরাখবর নেন। এরপর স্থানীয় বাসিন্দা ঝন্টু আচার্যের বাড়িতে অন্যান্যদের সাথে বসে ভাত খেতে বসেন।
