আত্মজ দ্বিমাসিক থিয়েটার ফেষ্টিভ্যালে আসামের পাথরকান্দি নাট্যজনের নাটক

দীপককুমার দাসঃ

শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্রসদনে মঞ্চস্থ হলো আসামের পাথরকান্দি নাট্যজনের নাটক-নুপূর মাঝির বৈঠা। সিউড়ির আত্মজ নাট্যদলের আয়োজনে দ্বিমাসিক থিয়েটার ফেষ্টিভ্যালে ভিন রাজ্যের এই নাটক মঞ্চস্থ হয়। এর আগে এই থিয়েটার ফেষ্টিভ্যালে বাংলাদেশের নাট্যদলের নাটক মঞ্চস্থ হয়। এদিন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল সোনবিল। আর এই বিলটি অবস্থিত আসামের করিমগঞ্জ জেলায়। এই বিলের ধারে বসবাসকারী মানুষদের দুঃখ, কষ্ট, আনন্দ,উৎসব , জীবন যন্ত্রণা তুলে ধরা হয় এই নাটকে। এই এলাকার বেশিরভাগ মানুষের পেশা মাছধরা। আর নানা বাধায় তাদের পেশা সংকটের মধ্যে। সোনবিল এলাকার মানুষদের জীবন সংগ্রামের পটভূমিতে নির্মিত নাটক-নুপূর মাঝির বৈঠা। নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন অভিজিৎ দাস। এদিন এই নাটক দেখতে সিউড়ির রবীন্দ্র সদনে বহু নাট্যমোদী দর্শক উপস্থিতি ছিলেন। নাটক শেষে এই নাটকের নির্দেশক অভিজিৎ দাস বলেন, আজ সিউড়িতে এই নাটকের চতুর্থ মঞ্চায়ন হলো। পাথরকান্দি নাট্যজনের এটি প্রথম প্রযোজনা। এই নাটকে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল সোনবিল এলাকার মানুষদের দুঃখ, কষ্ট, আনন্দ, উৎসব এই নাটকে তুলে ধরা হয়েছে। সিউড়ি রবীন্দ্র সদনে প্রবেশ করার সময় দর্শকদের উৎসাহ দেখেই বুঝতে পেরেছিলাম সিউড়ি সংস্কৃতির শহর। আর নাটক শেষে দর্শকরা নাটকের বিভিন্ন দিক নিয়ে যেভাবে আলাপচারিতায় অংশ নিলেন তাতে আমরা অভিভূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *